ক্লিয়ারিং হাউজ গঠন করবে ডিএসই ও সিএসই

ক্লিয়ারিং হাউজ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) পরিচালনা পর্ষদ। বুধবার রাজধানীর মতিঝিলে ডিএসইর কার্যালয়ে উভয় স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লিয়ারিং হাউজজের নামকরণ হবে ‘সেন্টার কাউন্টার পার্টি বাংলাদেশ’ । এতে ডিএসইর মালিকানা হবে ৪৫ শতাংশ। আর সিএসইর ২০ শতাংশ, এছাড়া বিভিন্ন ব্যাংকের ১৫ শতাংশ ও কৌশলগত বিনিয়োগকারীর ১০ শতাংশ মালিকানা হবে।

জাকির/আজকের বাজার