আজকের বাজার প্রতিবেদন
চলতি বছরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা সহায়তা দেবে সরকার। ক্ষতিগ্রস্ত ২৪ জেলার ৭ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষক এই সহায়তায় আওতায় আসবে।
৩ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
উত্তর-মধ্যাঞ্চল ও হাওরের ক্ষতিগ্রস্ত ৬ জেলায় গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, খেসারি ও বোরো ধান আবাদের জন্য বীজ, রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) ও নগদ সহায়তা দেয়া হবে বলে জানান মন্ত্রী।
হাওর অঞ্চলে আগামী বোরো মৌসুমে আবাদ বৃদ্ধি ও বোরো আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে এই কৃষি পুনর্বাসন সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী।
এই সহায়তা নিয়ে হাওরাঞ্চলের ৬ জেলায় ৬ লাখ বিঘা জমিতে চাষাবাদ হবে জানিয়ে মতিয়া বলেন, প্রতি হেক্টর জমিতে চার দশমিক ০৪৮ মেট্রিক টন হিসেবে তিন লাখ ২৪ হাজার ৪৯৫ টন চাল উৎপাদিত হবে।