পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে ৮৯ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৮৫৫ টাকা ঋণ সহায়তা দিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বল্পসুদে ঋণ সহায়তা দেবে ব্রোকারেজ হাউজটি ।
প্রসঙ্গত, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ সহায়তা দিতে সরকার ৯০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০১৩ সালের ১৯ আগস্ট জারিকৃত নীতিমালা অনুসরণ এ এই ঋণ ব্যবস্থাপনা করছে আইসিবি ।
মঙ্গলবার বিডিবিএল ভবনে আইসিবি কার্যালয়ে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও সোহেল রহমানের হাতে ঋণ সহায়তার অর্থের চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।
অনুষ্ঠানে এসময় বিএসইসি পরিচালক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আনোয়ারুল ইসলাম, আইসিবির ডিএমডি মো. মোসাদ্দেক আলম, মহাব্যবস্থাপক কামাল হোসেন গাজী এবং আইসিবির বিশেষ সহায়তা তহবিলের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাকির/রাসেল