মক্কায় ক্রেন দুর্ঘটনার শিকার কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। গতকাল ২২ অক্টোবর রোববার মক্কার একটি আদালত এমন নির্দেশ দিয়েছে।
আদালতের বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, প্রাকৃতিক কারণে এ দুর্ঘটনা ঘটায় এখানে কোনো মানুষের হাত নেই। তাই, দুর্ঘটনায় আহত, নিহত কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। এমনকি মসজিদের যে ক্ষতি হয়েছে তারও কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।
মামলার বিচারক বলেন, আবহাওয়া অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন অধ্যয়নের সঙ্গে কারিগরি, প্রকৌশল, যান্ত্রিক এবং ভূতাত্ত্বিক প্রতিবেদন পর্যবেক্ষণের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ওই বিচারক বলেন, বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড়ের কারণেই ক্রেনটি ভেঙে পড়েছিল। এছাড়া আদালত ওই মামলায় আটক বিনালদিন গ্রুপের ১৩ জন কর্মকর্তাকে খালাস দিয়েছে। ওই কর্মকর্তারা ক্রেনটির দায়িত্বে ছিলেন।
এদিকে সৌদির অ্যাটর্নি জেনারেল এই রুল নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি রুলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে আদালতের কার্যবিধি অনুযায়ী ৩০দিনের মধ্যে আপিল না করলে ওই রুল চূড়ান্ত বলে ঘোষিত হবে।
উল্লেখ, ২০১৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের পবিত্র মক্কা নগরের মসজিদুল হারামের সংস্কারের সময় একটি বিশালাকার ক্রেন ভেঙে পড়ে ১০৮ জন নিহত এবং ২৩৮ জন আহত হয়েছিল। হতাহতরা সবাই হজ পালনের পালনের উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন।
সামুদ্রিক ঝড় ও বৃষ্টিপাত এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছিল। সেসময় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুইটি পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭