ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসন নিশ্চিত এবং দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়াসহ ১৯টি অঙ্গীকারসমৃদ্ধ নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে বিএনপি।
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল লেকশোরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইশতেহার ঘোষণা করছেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এর আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে দলটি।
প্রায় এক দশক পরে জাতীয় নির্বাচনে যাওয়া বিএনপির এবারের নির্বাচনের শ্লোগান হচ্ছে- ‘এগিয়ে যাবো একসাথে, ভোট দেবো ধানের শীষে’।
বিএনপির ইশতেহারে তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন বিষয়কে যুক্ত রাখা হয়েছে। বিশেষ করে তরুণদের সাম্প্রতিক দাবি- কোটা সংস্কার, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ