জিম্বাবুয়ের রাজধানী হারারেতে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে সস্ত্রীক ‘গৃহবন্দী’ করে রেখেছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। মুগাবে ফোনে জুমাকে এ তথ্য জানিয়েছেন।
ফোনে রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পর থেকে রাজধানী জুড়ে সেনাবাহিনী টহল দিচ্ছে বলে জুমাকে মুগাবে জানান। মুগাবে ভালো আছেন বলেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। মুগাবেকে গৃহবন্দি করাকে রক্তপাতহীন ক্ষমতার পালাবদল বলে বর্ণনা করেছে দেশটির সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের নিয়ন্ত্রণ নেয়ার পর সরাসরি সম্প্রচারিত এক ভাষণে সেনাবাহিনী জানায়, মুগাবের আশেপাশের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একইসঙ্গে বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমমারসন অ্যামন্যানগ্যাগওয়াকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবের সঙ্গে অসদাচরণের অভিযোগে গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট এমারসন অ্যামন্যানগ্যাগওয়াকে ক্ষমতাচ্যুত করার পর ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করার পথ পরিষ্কার করা হয়েছে বলে বলছেন দেশটির রাজনীতিকরা। অ্যামন্যানগ্যাগওয়াকে সরিয়ে দেয়ার পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট লেডিকে সমর্থন দিচ্ছে জানু-পিএএফ যুব লীগ।
সেনাবাহিনীর দাবি, কেবল অপরাধীরাই তাদের টার্গেটে রয়েছেন। বিবিসির প্রতিনিধি বলছেন, মুগাবেকে সরানোর পর বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যও এই মুভমেন্ট হতে পারে।
আজকের বাজার:এলকে/এলকে ১৫ নভেম্বর ২০১৭