শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ করে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ৪ হাজার ১৮৯ কোটি ৯৫ হাজার টাকা ব্যায়ে ২৭টি প্রকল্প বাস্তবায়ন করছে।
মন্ত্রী আজ সংসদে সরকারি দলের আফজাল হোসেনের এক প্রশ্নের জবাবে আরো জানান প্রকল্পগুলোর মধ্যে ১৭টি শিল্পনগরী, ৪টি শিল্পপার্ক ও ৬টি অন্যান্য প্রকল্প রয়েছে।
তিনি বলেন, এ প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পন্ন হলে ৬ হাজার ৬৩৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে। সাথে সাথে ৪ লাখ ২৬ হাজার ৬শ’ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে।
শিল্পমন্ত্রী সরকারি দলের ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে জানান বিসিকের আওতায় প্রতি জেলা ও উপজেলা ভিত্তিক স্থানীয় পরিবেশ বান্ধব, কর্মসংস্থানমুখী মাঝারি ও ক্ষুদ্র শিল্প স্থাপনের জন্য বেসরকারি শিল্প উদ্যোক্তাদেরকে সহযোগিতা প্রদানে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।