উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পরমাণু পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এই দুই নেতার মধ্যকার সম্মেলনের একদিন আগে কিমের ঘোষণাকে তাৎপর্যময় হিসাবে উল্লেখ করেন তিনি। খবর এএফপি’র।
সোমবার সহযোগীদের সঙ্গে এক সভায় প্রেসিডেন্ট মুন বলেন, কোরীয় উপদ্বীপকে অপারমাণবিকীকরণে উত্তর কোরীয় নেতা কিমের এ ঘোষণা খুবই তাৎপর্যময়।
প্রসঙ্গত,গত শনিবার উত্তর কোরীয় নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখার ঘোষণা দেন।
আজকের বাজার/আরজেড