মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবার পেন্টাগন যাওয়ার কথা রয়েছে।
আমেরিকার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার ব্যাপক ভিত্তিক পর্যালোচনার প্রকাশ উপলক্ষ্যে তিনি সেখানে যাচ্ছেন। কর্মকর্তারা একথা জানান।
ট্রাম্প ২০১৭ সালে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পরিবর্তিত হুমকি ঠেকাতে তাদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে তা বিশ্লেষণের নির্দেশ দেন।
পেন্টাগন সাংবাদিকদের দেয়া পর্যালোচনা নোটে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা (এমডিএ) বিভিন্ন দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এদের মধ্যে শীর্ষ হচ্ছে চীন ও রাশিয়ার হাইপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগামী) ক্ষেপণাস্ত্র তৈরীর চেষ্টা।
এসব অস্ত্র শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিবেগসম্পন্ন এবং অস্ত্রগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে পারে। আর এগুলো এমনভাবে তৈরী করা হয়েছে এসব অস্ত্র ঠেকানো অনেক কঠিন।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সনাক্তের ক্ষেত্রে পেন্টাগন তাদের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে ভাবছে। প্রাথমিকভাবে মহাকাশে মোতায়েন থাকা সেন্সর দিয়েই তা করার চেষ্টা হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ