সরকারি সৈন্য বাহিনীর এক সামরিক ক্যাম্পে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ ইয়েমেনী সৈন্য নিহত হয়েছে। সামরিক সূত্র এ কথা জানায়।
সূত্র এএফপিকে জানায়, সকালে আদ-দালি প্রদেশের আল-সাদ্রেইন ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় সৈন্যরা সমবেত হচ্ছিল।
এটি ছিল প্রদেশে এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে বিদ্রোহীদের দ্বিতীয় হামলা। গত ২৯ ডিসেম্বর দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত আদ-দালি প্রদেশে অনুরূপ হামলায় নিরাপত্তা বাহিনীর ৫ সৈন্য নিহত হয়।
সম্প্রতি ইয়েমেনে যুদ্ধ অনেকটা নিস্তেজ হয়ে গেলেও আদ-দালি প্রদেশে হামলার ঘটনা ঘটছে। এখানে বিদ্রোহীদের অবস্থান যুদ্ধক্ষেত্র ও সরকারি বাহিনীর খুব কাছাকাছি।
আজকের বাজার/লুৎফর রহমান