ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালের পর ব্যবহারকারীদের আস্থা অর্জনে মরিয়া হয়ে উঠেছে ফেইসবুক। প্রাতিষ্ঠানিক স্বিদ্ধান্তে এখন বেশ কড়া অবস্থানে আছে সংস্থাটি। তারা বেশ কয়েকটি তথ্য লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।
এই তথ্য লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো ফেইসবুক ইউজারদের ডেটা বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোকে দিয়ে টার্গেট কাস্টমার বাছাই করতে সাহায্য করতো। ফেইসবুকের প্রোডাক্ট মার্কেটিং ডিরেক্টর গ্রাহাম মাড বলেছেন, যদিও ইন্ডাস্ট্রিতে এটা খুবই সাধারণ একটি ব্যাপার, বিষয়টি নিয়ে আমরা গত ছয় মাস ধরেই কাজ করছিলাম। এই পদক্ষেপ ফেইসবুক ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াবে।
সম্প্রতি ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালে জড়ানোর পর টেসলা, স্পেসএক্স ও প্লেবয় ম্যাগাজিন তাদের ফেইসবুক পেইজ সরিয়ে নিয়েছে। মজিলা ও সোনোস কোম্পানিও ফেইসবুক থেকে তাদের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। এসব ঘটনায় ফেইসবুক তাদের প্রাইভেসি সেটিসং হালনাগাদ করার প্রক্রিয়াও আরও সহজ করে দেয়।
এমআর/