সুন্দরবনের হড্ডা বন টহল ফাঁড়ি ও নলিয়ান কোষ্টগার্ড যৌর্থ অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের গোশত, দুটি হরিণের চামড়া, ৪০০ মিটার হরিণ ধরার ফাঁদ এবং একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- কয়রা উপজেলার হড্ডা গ্রামের জামিনী মন্ডল (৩৮) ও একই গ্রামের অরুন মন্ডল (৪০)।
জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হড্ডা টহল ফাঁড়ির সামনে পাউবোর ভেড়িবাঁধ এলাকা থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।