কয়লাবোঝাই কার্গো উদ্ধারের কাজ শুরু

মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ডুবন্ত কয়লাবোঝাই কার্গো জাহাজ উদ্ধারের কাজ শুরু হয়েছে।

আজ শনিবার ভোরে উদ্ধার কাজ শুরু হয়।তবে প্রচণ্ড স্রোতে এবং ঢেউয়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা্।

গতকাল শুক্রবার বিকেলে উদ্ধারকাজের চেষ্টা চালালেও পানির প্রচণ্ড টান থাকায় ডুবন্ত জাহাজের কাছাকাছি অবস্থান নিতে পারেনি উদ্ধারকারী দল।

উদ্ধারকারী প্রতিষ্ঠান হোসেন স্যালভেজের মালিক মো. সোহরাব মোল্লা বলেন, ভরা কাটালের কারণে নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত আছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভরা কাটালে পানি বেশি হওয়ায় জাহাজটি ভাটার সময়ও দেখা যাচ্ছে না, সার্বক্ষণিক ডুবে থাকছে। তাই দুই-একদিন পর ভরা কাটাল শেষ হলে পানির স্রোত ও ঢেউ কমে আসবে এবং ভাটায় জাহাজটি দেখা যাবে। তখন কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলনসহ জাহাজ উদ্ধার করা সম্ভব হবে। সেসময় নিয়মিত কাজ করতে পারলে ৮-১০ দিনের মধ্যে সব কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল দিবাগত রাতে কয়লাবোঝাই কার্গো জাহাজটি সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ডুবে যায়।

আরজেড/রাজিবী