ভারতের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে কয়লার চাহিদা।
তাই কোল ইন্ডিয়াকে কয়লার উত্তোলন এবং জোগান বাড়াতে বলেছে দেশটির কেন্দ্র।
বর্তমানে ভারতে কয়লা উত্তোলন এবং জোগানের পরিমাণ দিনে প্রায় ১৬ লক্ষ টন।
তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়াকে দিনে ২০ লক্ষ টন কয়লা জোগাতে বলা হয়েছে।
ভারতের কয়লা সচিব সুশীল কুমার জানান, যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, এক দিনেই উৎপাদন ও সরবরাহ বাড়ানো কোল ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয়।
চলতি অর্থ বছরের শুরুতে কোল ইন্ডিয়ার কাছে কয়লা মজুত ছিল ৬.৯ কোটি টন।
আজকের বাজার : এমএম / ৩০ অক্টোবর ২০১৭