কয়েক ওভারে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় ম্যাচ হারতে হয়েছে : সাকিব

হ্যাট্টিক হারে এক ম্যাচ বাকী থাততেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদশ। আজ লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা ধুলিসাৎ হয়ে যায় বাংলাদেশের। স্বাগতিকদের কাছে আজ ৪৮ রানে পরাজিত হয় টাইগাররা।
নিউজিল্যান্ডের কাছে আজকের হারের কারন হিসেবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন. আগের ম্যাচগুলোর মত আজও একইভাবে কয়েক ওভারে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় ম্যাচ হারতে হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৬৮ রানের টার্গেট পেয়ে পরাজিত হওয়া প্রথম ম্যাচে টপ-অর্ডার ছোট-ছোট ইনিংস খেললেও মিডল-অর্ডার ব্যাটাররা সম্পূর্ণ ব্যর্থ ছিলেন। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়তে হয় বাংলাদেশকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে রানের গতি কম থাকার পাশাপাশি, ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে ১৩৭ রানের বেশি সংগ্রহ পায়নি টাইগাররা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেট পতনের চিত্রে কোন পার্থক্য ছিলো না।
তবে পুরনো ভুল শুধরে নিয়ে আজ ফিরতির পর্বে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।
বাংলাদেশ বোলারদের বেধড়ক পিঠিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। কিউইদের রানের পাহাড় টপকাতে এক সময় পর্যন্ত ভালো অবস্থাতেই ছিলো বাংলাদেশ। ৯ দশমিক ৫ ওভার শেষে ২ উইকেটে ৯০ রান তুলে বাংলাদেশ। এরপর মিডল-অর্ডারের তিন ব্যাটার আফিফ হোসেন ৪, নুরুল হাসান ২ ও ইয়াসির ৬ রান করে আউট হেেয় বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দেয়। দলের একান্ত প্রয়োজনীয় সময়েই এরা আউট হয়ে যায়।
সাকিব এক প্রান্ত আগলে লড়াই করলেও সতীর্থদের যথার্থ সঙ্গের অভাবে ম্যাচটি হারে বাংলাদেশ। তাই ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ধারাবাহিকভাবে উইকেট হারানায় আমাদের ক্ষতি হয়েছে। শেষ তিনটি ম্যাচেও আমরা কয়েক ওভারে একইভাবে ধারাবাহিকভাবে নিয়মিত উইকেট হারিয়েছি। এতে আমরা ছন্দ হারিয়ে ফেলছি। আমাদের ইনিংস বড় করতে পারিনি।’
বিশ^কাপের সেরা কম্বিনেশনটা দাঁড় করাতে পরীক্ষা-নিরিক্ষা করেই যাচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমরা এ অবস্থা থেকে খুব বেশি এগোতে পারিনি, কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা জানি বিশ্বকাপে আমাদের কোন দলটি যাচ্ছে। আমরা বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনটাই শুধু সাজিয়ে নিতে যাচ্ছি। আমরা আগামীকালের ম্যাচে জয়ের জন্যনামবো। ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
গত এশিয়া কাপে ব্যাট হাতে ফ্লপই ছিলেন সাকিব। গ্রুপ পর্বে দুই ম্যাচে ৩৫ রান করেন তিনি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ রান করেন তিনি। তবে আজ সাকিবের ব্যাট রানের ফুলঝুড়ি ফুটেছে। ৪৪ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করেন তিনি। রান পাওয়ায় খুশি সাকিব, ‘রান পেলে অবশ্যই ভালো লাগে। আমরা ভালো খেলেছি। উইকেট আগের দিনের তুলনায় আলাদা ছিল। নিউজিল্যান্ড বড় সংগ্রহ পেলেও আমরা লক্ষ্যের পথেই ছুটছিলাম। আমরা যদি আর ১৫-২০ রান বেশি করতে পারতাম, ভালো কিছু হতো।’
আগামীকাল লিগ পর্বের ও নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম পর্বে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিলো টাইগাররা।