কয়েক দিনের মধ্যে দৃশ্যমান হবে পদ্মাসেতু: মন্ত্রী

আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদ্মা সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২২ সেপ্টেম্বর শুক্রবার নারায়নগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের র‍্যাংগস মোটরস ও ভারতের মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার যৌথ উদ্যোগে থ্রিহুইলারে যন্ত্রাংশ সংযোজন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, আমি আজই পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখে এসেছি। পানির চাপ কিছুটা কমেছে।

সেতুর প্রকৌশলীদের বরাত দিয়ে মন্ত্রী বলেছেন, দুই এক সপ্তাহের মধ্যেই মূল স্প্যান বসানোর কাজ হবে। সেগুলো শেষ হলেই আমাদের স্বপ্নের সেতু দৃশ্যমান হয়ে উঠবে।

চলতি বছরের জুনের শেষ দিকেই এই সেতু দৃশ্যমান করতে স্প্যান বসানোর কথা থাকলেও তা হয়ে ওঠেনি। টেকনিক্যাল কাজগুলো শেষ না হওয়ায় আগস্টে হবে বলে জানানো হয়। তবে সেটিও হয়নি। আশা করা হয়েছে দুই এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকেই জাজিরা পয়েন্টে স্থাপিত দুইটি পিলারের ওপর পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শুরু করবেন।

এদিকে র‍্যাংগস মোটরস ও ভারতের মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার যৌথ উদ্যোগে তৈরি থ্রিহুইলার সম্পর্কে মন্ত্রী বলেন, আশা করি আপনাদের এই বাহনগুলো দুই বছরপর ফিটনেসহীন হয়ে যাবে না।

মন্ত্রী এসময় রোহিঙ্গা শরনার্থীদের কথা উল্লেখ করে বলেন, আমার মনটা এখন পরে আছে উখিয়ায়।

এসময় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে র্যাং গস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, আমাদের এই কারখানাটি চালু হলে এখানে কমপক্ষে ৫০০ মানুষের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, এখন আমাদের মাহিন্দ্রার থ্রিহুইলার ভারত থেকে আমদানি করতে হয়। কিন্তু এখানেই যদি সংযোজন করা হয় তবে প্রতিটি থ্রিহুইলারে কমপক্ষে ১৫ হাজার টাকা কম খরচ হবে। ফলে বাজারে এর দামও কম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুর রউফ চৌধুরী। এসময় উপস্থতি ছিলেন, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার সিইও দীলিপ ব্যানার্জি ও কোম্পানিটির ইন্টারন্যাশনাল অপারেটর অফিসার অরবিন্দ ম্যাথুও।

উল্লেখ, প্রায় ৪০ একর জায়গা গড়ে ওঠা এই কারখানায় দেশের চাহিদামতো থ্রিহুইলার সংযোজিত হবে। এই কারখানায় ৫০০ লোকের কর্মসংস্থানও হবে বলে র্যাংাগস গ্রুপের পক্ষ থেকে আগেই জানানো হয়।