দেশের অভ্যন্তরীণ নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দেশের ২৩টি বড় নদী খননের প্রকল্প গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার ৩০ মে দেশের ৪৬তম বাজেট অধিবেশনের প্রথম দিনে জাতীয় সংসদকে এই কথা বলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সরকারি দলের সংসদ সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
সরকারি দলের আরেক সদস্য এ.কে.এম. রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের অন্যতম প্রধান নদী যমুনা ও পদ্মার ভাঙ্গন রোধে ‘ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোসান রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এফআরইআরএমআইপি)’ শীর্ষক একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার।
তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ২০১৪-১৫ অর্থবছরে প্রকল্পটি শুরু হয়। ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সময়ে মোট ৩টি পর্যায়ে এই প্রকল্পের বাস্তবায়ন হবে। ৩টি পর্যায়ে ২৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি এবং ১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার অনুদান সহায়তা দেবে নেদারল্যান্ড সরকার।
মন্ত্রী বলেন, দেশব্যাপী ৮৯ দশমিক ২৪৬ কিলোমিটার নদী তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে ‘বাংলাদেশের নদী তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্প এবং ৩৪ দশমিক ৬০৯ কিলোমিটার সীমান্ত নদী সংরক্ষণের লক্ষ্যে ‘সীমান্ত নদী সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন আছে।
আজকের বাজার: আরআর/ ৩০ মে ২০১৭