ইন্দোনেশিয়ায় অবৈধ একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে এখনো আরো অনেকে ধ্বংসস্তুপের ভেতরে আটকাপড়া অবস্থায় রয়েছে। সেখানে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালাচ্ছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
মঙ্গলবার রাতে এ দুর্ঘটনার পর থেকে ১৯ খনি শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো যারা চাপাপড়া অবস্থায় রয়েছে তাদের অনেকের সাথে উদ্ধারকর্মীরা যোগাযোগ করছে। ফলে আরো অনেককে জীবিত উদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে।
খনি ধসের কারণে সেখানে ভূমিধস হয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের এ দুর্গম স্থানের মাটির অবস্থা ভঙ্গুর হওয়ায় উদ্ধার প্রচেষ্টা অনেকটা ব্যাহত হচ্ছে।
দুর্যোগ সংস্থা জানায়, অবৈধ এ খনি ধসে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।