পোশাকে, সাজে, আন্দাজে সবসময় লামইলাইট নিজের দিকে ঘুরিয়ে নিতে দীপিকার জুড়ে মেলা ভার। তাইতো হালফিলের দাদাসাহেব ফালকে মঞ্চের জৌলুস ছাড়িয়ে সবার চোখ গিয়ে আটকেছে নায়িকার জ্যাকেটে।
সম্প্রতি মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে পাপরাজিৎদের ক্যামেরায় বন্দি হয়েছেন অভিনেত্রী। যেখানে ঢলা জিনস আর ফিশ অ্যান্ড চিপস প্রিন্টের সবুজ টি-শার্ট স্ট্যাইলের নতুন স্টেটমেন্ট তুলে ধরেন দীপি। কিন্তু এসব ছাড়িয়ে সবার নজর গিয়ে পরে নায়িকার গ্রে-জ্যাকেটে।
দেখতে দেখতে সব খবরের উপরে চলে আসে দীপিকার জ্যাকেট! নেপথ্যে জ্যাকেটের দাম। আপনি কি আন্দাজ করতে পারেন এই জ্যাকেটের দাম! শুনলে চক্ষু চড়ক গাছ হবে। কড়কড়ে সাড়ে একানব্বই হাজার টাকা দিয়ে এই জ্যাকেট কিনেছেন সুন্দরী।
বারবেরি কোম্পানির এই জ্যাকেটটি মেড ইন ইতালি, দাম ৯১,৪৮০ টাকা! সঙ্গে এটিও জানিয়ে রাখি, এটা মেয়েদের নয়, ছেলেদের জ্যাকেট। কিন্তু তাতে কি, ক্যারি করতে পারলে সব কিছুই ইউনিক স্টাইল। আর দীপিকাকে এই জ্যাকেটে যে জব্বর মানিয়েছে তা অস্বীকার করার উপায় নেই।
এস/