খরা পরিস্থিতির অবনতি ঘটায় ইথিওপিয়ায় শিশুর পুষ্টিহীনতা বৃদ্ধি

ইথিওপিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলে দীর্ঘ মেয়াদি খরা পরিস্থিতির কারণে দেশটির হাজার হাজার শিশু ‘চরম পুষ্টিহীনতায়’ ভুগছে। ব্রিটিশ দাতব্য সংস্থা সেভ দি চিলড্রেন বৃহস্পতিবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হর্ণ অব আফ্রিকায় পরপর চার বছর ধরে অনাবৃষ্টি হয়েছে। পঞ্চম বছরেও এ পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এরফলে বিস্তৃত কেনিয়া, সোমালিয়া ও ইথিওপিয়ায় বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা এবং চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
ওই দাতা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ইথিওপিয়ার ওরোমিয়া, এসএনএনপি, সোমালি ও সাউথ ওয়েস্ট অঞ্চলজুড়ে ১০ লাখেরও বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ‘দেশটিতে বর্তমানে প্রায় এক লাখ ৮৫ হাজার শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে বলে ধারণা করা হচ্ছে।’
ইথিওপিয়ায় এ দাতব্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর জাভিয়ার জুবার্ট বলেন, ‘দেশটিতে শিশুরা, বিশেষকরে ছোট শিশু চরম যন্ত্রণা ও বহুমুখী সমস্যা ভোগ করছে।’
সেভ দি চিলড্রেন জানায়, ইথিওপিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম সোমালি অঞ্চলে গত বছর পুষ্টিহীনতার হার ৬৪ শতাংশ বেড়ে গেছে।