পাহাড়ি ঢল ও বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ ।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলার গঞ্জপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিস্কুট, মুড়ি, বিশুদ্ধ পানি, লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলেদেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ।
এসময় পুলিশ সুপার বলেন বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবারের লোকজন এখনো অসহায়ভাবে দিনাতিপাত করছেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বাসস)