জেলার মাটিরাঙ্গায় জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ নারী উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। জাতীয় মহিলা সংস্থা ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয় । এর আগে নারী উদ্যোক্তাদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
পরে তৃণমূল প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার আহ্বায়ক আশা ত্রিপুরার সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের প্রেরণা দিতে এমন উৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষরা। ৩ দিনব্যাপী আয়োজিত মেলায় রয়েছে ৩৫টি স্টল। যেখানে নিজেদের হাতে তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, গহনাসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ। (বাসস)