খাগড়াছড়িতে আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার মধ্যরাতে জেলা শহরের মাছ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে ।
ব্যবসায়ীরা জানায়, আগুন নিয়ন্ত্রনের এলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের বাজার/আরজেড