খাগড়াছড়ির সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিকাশ গ্রুপের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়ে তা খতিয়ে দেখা হবে। সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ