খাগড়াছড়ির পানছড়িতে মঙ্গলবার নাজির হোসেন (৩৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাজির হোসেন পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এই ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফকে দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৮টার দিকে পানছড়ি বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন নাজির হোসেন। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে কাছ থেকে তাকে গুলি চালিয়ে পালিয়ে যায়। তার বাম হাত ও পিঠে গুলি লেগেছে।
আহত নাজির হোসেনের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া দাবি করেন, ‘এই ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফ জড়িত। তাদের সাথে বেশ কয়েকজন বাঙালিও জড়িত থাকতে পারে। তারা দীর্ঘদিন ধরে আমাদের ওপর হামলার কথা বলে আসছিল।’
এ বিষয়ে পানছড়ি থানার ওসি মো. নুরুল আলম বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ