খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা এক গার্মেন্টস কর্মী (২১) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১৯শে এপ্রিল) সকালে, তার মৃত্যু হয়। তার আত্মীয়রা জানান, তিনি চট্টগ্রামে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে চাকরি করতো। গত শনিবার তিনি খাগড়াছড়িতে ফিরেন। ফেরার পর গ্রামবাসীরা তাদের হোম কোয়ারেন্টিন হিসেবে ব্যবহৃত স্থানীয় একে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করে দেয়। সেখানেই তার মৃত্যু ঘটে। হোম কোয়ারেন্টিনে তার সঙ্গে আরও পাঁচজন ছিলেন।
খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যে মারমা জানান, রাতে সে হোম কোয়ারেন্টিনে থাকা অন্যদের পেটে ব্যাথার কথা জানান। সকালে তার মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি জেলার ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা জানান, পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত করোনাভাইরাসে আক্রান্ত ধরে নিয়েই, নিরাপত্তা নিশ্চিত করে দাহক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।