খাগড়াছড়িতে কলেজ ছাত্রের আত্মহত্যা

খাগড়াছড়ির মাটিরাঙায় কীটনাশক পান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। নিহত মো. শরীফুল ইসলাম বাবু (১৭) ওই গ্রামের মো. আনোয়ার হোসেন দুলালের ছেলে। সে মাটিরাঙা ডিগ্রী কলেজের শিক্ষার্থী।

আজ রবিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে গোমতীর বান্দরছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, শরীফুল আজ সকাল ৯টার দিকে ঘরে রাখা ফসলের কীটনাশক পান করে। পরে তাকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাটিরাঙা থানার ওসি সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত বিষ পানের কারণ জানা যায়নি।

আরএম/