খাগড়াছড়িতে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী নিহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী খুন হয়েছে।শনিবার রাতে সদরের মিলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগকর্মী মো. রাসেল (১৭) একই এলাকার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের ছাত্রলীগকর্মী।

খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম জানান, দুবৃর্ত্তদের ছুরিকাঘাতের পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে রাতে রাসেলের মৃত্যু হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা জানান, সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগকর্মী রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য খাগড়াছড়ি প্রতিপক্ষের সন্ত্রাসীদের দায়ী করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটো জানান, ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এমআর/