পানছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস- এমএন লারমা) এক কর্মী নিহত হয়েছে।
নিহত রনি ত্রিপুরা (৩২) পানছড়ি মরাটিলা এলাকার মৃত মনিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে পানছড়ি বাজারে শুকতারা আবাসিক হোটেলের সামনে রনি ত্রিপুরাকে এক দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রনি ত্রিপুরাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রনিকে ত্রিপুরা দলের যুব সমিতির সদস্য উল্লেখ করে জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা দাবি করেন, প্রসিত খীসাপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
এদিকে ইউপিডিএফ এর জেলা সংগঠক মাইকেল চাকমা এই অভিযোগ অস্বীকার করে জানান, তাদের জড়িয়ে দেয়া অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটি ইউপিডিএফের নামে অপপ্রচার। এই ঘটনা জেএসএস (এমএনলারমা) দলীয় কোন্দলে হতে পারে।
সূত্র - ইউএনবি