খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুর আলম মঞ্জু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পোমাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দীঘিনালা থানার ওসি মো. আব্দুস সামাদ জানান, রাতে গুলির শব্দ শুনে এলাকাবাসী এসে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। মঞ্জুর আলম বাবুছড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পোমাংপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।
তিনি আরও জানান, ওই স্থান থেকে বেশ কয়েক রাউন্ড গুলি খোসা উদ্বার করা হয়। তবে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।
আজকের বাজার/একেএ