খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুলাই) রাত ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম আবু জোবায়ের (১৫)। মৃত আবু জোবায়ের রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র।
স্বজনরা জানায়, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আবু জোবায়ের সোমবার বিকাল ৫টার দিকে পরীক্ষা শেষে মাঠে খেলাধুলার পর কয়েকজন সহপাঠীসহ স্কুলের পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পরপরই সে ডুবে যায়। সঙ্গীরা তাকে না দেখে খুঁজতে থাকে।
এক পর্যায়ে পুকুরের সিঁড়ির নীচে পানিতে ডুবন্ত অবস্থায় তাকে খুঁজে পায় বন্ধুরা। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মাওলানা আব্দুস সামাদ জানান, আবু জোবায়ের সাঁতার জানতো না।
আজকের বাজার/একেএ