খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৩ বাঙালি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ‘ঢাকা কমিটি’।
মঙ্গলবার সংগঠনটির সভাপতি হাবিবুর রাহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
অপহৃতরা হলেন, সালাউদ্দিন (২৫), মহরম আলি (২৬) ও মোঃ বাহার ড্রাইভার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত ৩ বাঙালি ব্যবসায়ীর এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে তাদের প্রাণনাশের শঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উপজাতীয় সন্ত্রাসীরা ব্যবসায়ীদের অপহরণ করে থাকতে পারে। একই সাথে তাদের মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল থেকে ব্যবসায়ী ৩জন নিখোঁজ রয়েছে। তখন থেকেই ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।
রাজিবী/আরএম