খাগড়াছড়ির মানিকছড়িতে মাটিচাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মে) দুপুর দেড়টায় মানিকছড়ির পান্নাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলছাত্রের নাম ক্যাহ্লাচিং মারমা (১১)। ক্যাহ্লাচিং মানকিছড়ির বড়বিল এলাকার সাইথোয়াই মারমার ছেলে। সে মানিকছড়ির বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা গেছে, বুধবার দুপুরের দিকে মানিকছড়ির পান্নাবিল এলাকার বড়বিল খালের মুখে ছড়ার পানিতে খেলতে গেলে খালের পাড় ভেঙে পড়া মাটি চাপায় সে মারা যায়।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ