খাগড়াছড়ির মহালছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুন) সকালে উপজেলার লেমুছড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সুগত চাকমা (৪২)। তিনি ব্র্যাক কর্মী। তার বাড়ি জেলার পানছড়ির মাচ্ছ্যছড়া এলাকায়।
জানা গেছে, রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি আসার পথে মহালছড়ির লেমুছড়ি নামক এলাকায় বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সুগত চাকমা গুরুতর আহত হন।
পরে খাগড়াছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ