খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় নিহত চারজনসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে বিজিবি। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ১১টার দিকে ৪০ বিজিবির হাবিলদার ইসহাক আলী মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে বিজিবির মামলার কারণে নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা হয়রানির আশঙ্কা করছেন। অপরদিকে, খাগড়াছড়িতে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, ‘মাটিরাঙ্গায় সংঘটিত ঘটনায় যে পক্ষই মামলা করুক না কেন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দায়ীদের বিচার করা হবে। আমাদের ওপর আস্থা রাখুন।’
উল্লেখ্য, গত মঙ্গলবার জেলার মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর এলাকায় গাছ পরিবহনে বাধা দেয়াকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ ঘটে। তাতে এক বিজিবি সদস্য (সিপাহী শাওন) ও ৪ গ্রামবাসী নিহত হন। এরমধ্যে তিনজন একই পরিবারের সদস্য। এছাড়া মো. হানিফ নামে আরও একজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান