ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার ৬ জানুয়ারি সকাল থেকে এ অবরোধ শুরু হয়েছে।
সকাল থেকে খাগড়াছড়িতে অভ্যন্তরীণ ও দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধের সমর্থনে সংগঠনটির নেতাকর্মীদের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশকোচগুলো পুলিশ প্রহরায় শহরে প্রবেশ করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত বুধবার ৩ জানুয়ারি মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সংগঠক ছিলেন মিঠুন। শুরু থেকে এ হত্যাকাণ্ডের জন্য নব গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনকে দায়ী করছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮