খাগড়াছড়ি সদরের স্বণির্ভর এলাকায় সেফটিক ট্যাঙ্কে নেমে ২ জন শ্রমিক মারা গেছেন।
রোববার (২৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ওই এলাকার নির্মাণাধীন একটি মৎস হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার দীঘিনালা উপজেলার তাজউদ্দিন আহদের ছেলে রফিকুল ইসলাম (১৭) ও একই উপজেলার বেলছড়ি এলাকার জলিল মিয়ার ছেলে রমজান আলী (২১)। নিহত দুইজনই নির্মাণ শ্রমিক।
এসময় তাদের উদ্ধার করতে গিয়ে সাইফুল ইসলাম নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম জানান, সকালে সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নামেন রফিকুল ইসলাম। দীর্ঘ সময়ে তার কোন সাড়া শব্দ না পেয়ে রমজান আলীও ট্যাঙ্কে নামেন। তার কিছুক্ষণ পরে অন্যান্যরা ট্যাঙ্কের পাশের দেয়াল ভেঙ্গে মুর্মূষ অবস্থায় তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে ও বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজকের বাজার/একেএ