খাগড়াছড়ির গুইমারায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে গুইমারার হাফছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, সবুজ মিয়া, কৃষ্ণ ত্রিপুরা, সাধনা ত্রিপুরা।
জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান গুইমারার হাফছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে পাঠানো হয়। এরপর এদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে বাস চালকসহ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান