অর্থ পাচারের মামলায় বিসমিল্লাহ গ্রুপের এমডি খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ও তার স্ত্রী- গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিবসহ সাত আসামিকে ধরতে রেড এলার্ট জারি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া, এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ৫ এপ্রিল আদালতকে জানাতে পুলিশের আইজিপি ও র্যাবের ডিজিকে নির্দেশ দেয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ