নওগাঁর মান্দায় নিজ ঘরের খাটের নিচ থেকে আকলিমা বেগম নামে এক বৃদ্ধার রক্তাক্ত ও বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম ওই গ্রামের নূর উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলি বেগম বলেন, আমার স্বামী আজিজুল ইসলাম ঢাকায় মাইক্রোবাস চালান। বাড়িতে আমি একাই থাকি। বৃহস্পতিবার বাবার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিক গ্রামে বেড়াতে যাওয়ার সময় বাড়ি পাহারা দেওয়ার জন্য আমার শাশুড়িকে রেখে যাই। সোমবার দুপুরে ফিরে এসে ঘরের দরজা তালাবদ্ধ দেখে আশপাশের বাড়িতে শাশুড়ির খোঁজ করি। কোথাও না পেয়ে সন্ধ্যায় দরজার তালা ভেঙে ভেতরে ঢুকেই খাটের নিচে শাশুড়ির রক্তাক্ত ও বিবস্ত্র লাশ দেখতে পাই।
মান্দা থানার ওসি শহিনুর রহমান বলেন, নিহতের পুত্রবধূ লাইলি বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান