প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা দেখায় পরিবর্তন আনা হয়েছে। আমি মনে করি এটার খুব প্রয়োজন ছিল। এর ফলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি সচেতন হবে আমি বিশ্বাস করি। আর যেসব শিক্ষক শিক্ষাদান করছেন তারাও এ ব্যাপারে আরও বেশি সচেতন হবেন এটা আমার বিশ্বাস।
বৃহস্পতিবার,৪ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গ্রহণের পর শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষাটা জাতির জন্য একান্তভাবে অপরিহার্য। কারণ আমরা বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে মূল হাতিয়ার শিক্ষা।’
তিনি বলেন, ‘এবারের পরীক্ষায় পাসকারীদের অভিনন্দন। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন। আর যারা পাস করেনি তাদের মন খারাপ করার কিছুই নাই। পরবর্তীতে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।’
আজকের বাজার:এলকে/ এলকে/৪ মে,২০১৭