সদ্য সমাপ্ত ২০১৬ -১৭ অর্থবছরে খাদ্যশস্য আমদানি বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এই বৃদ্ধির পরিমাণ ২৮ দশমিক ৪১ শতাংশ।
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে, ২০১৬ -১৭ অর্থবছরে মোট ৫৮ লাখ ৩০ হাজার মেট্রিকটন খাদ্য আমদানি করা হয়। তবে এর আগের অর্থবছর অর্থাৎ ২০১৫-১৬ সময়ে আমদানি করা হয় ৪৫ লাখ ৪০ হাজার মেট্রিকটন খাদ্যশস্য।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে মোট আমদানি হওয়া খাদ্যশস্যের মধ্যে ৫৪ লাখ ৩০ হাজার মেট্রিকটনই গম। আর চাল আমদানি করা হয় মাত্র ১ লাখ ৩০ হাজার মেট্রিকটন।
ওই তথ্যে আরও দেখা গেছে, আলোচ্য অর্থবছরে বেসরকারি ব্যবস্থাপনায় আমদানি হয়েছে ৫৪ লাখ ৩০ হাজার মেট্রিকটন খাদ্যশস্য। বাকি মাত্র ৩ লাখ ৯০ হাজার মেট্রিকটন খাদ্যশস্য আমদানি হয়েছে সরকারি ব্যবস্থাপনায়।
ওই অর্থবছরের সরকার কোনো চাল আমদানি করেনি বলেও মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে।
আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭