কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর আহমেদের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। এতে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমের পাঠানো এক বার্তা তথ্য জানানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ