খাল সচল রাখতে প্রতি বছর ড্রেজিংকৃত খালসমূহের মাটি বা বালু বিক্রির সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া কমিটি খাল সমূহের বালু ডিসপোজাল এর বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছে।
আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
এ সময় কমিটির সদস্য রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।
খাল সমূহের বালু ডিসপোজাল বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ৪ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- গোলাম কিবরিয়া টিপু, মো. আছলাম হোসেন সওদাগর, এস এম শাহজাদা এমপি এবং বিআইডব্লিউটিএর একজন সদস্য।
বৈঠকে ৫৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ৫৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েতে অতিদ্রুত পাহারাদার নিয়োগ, যন্ত্রচালিত নৌযানের পরিবর্তে প্যাডেল চালিত নৌযানের ব্যবস্থা রাখা, টয়লেট ফ্যাসিলিটি রাখা, সামঞ্জস্যপূর্ণ ও রুচিসম্মত বিলবোর্ডসমূহের ইজারা দেয়া, সার্কেল গেট নির্মাণ, ধূমপানবর্জিত এলাকা হিসেবে চিহ্নিত করা, অসুস্থতাজনিত কারণে ইভাকুয়েশনের জন্য হুইলচেয়ার এর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ওয়াকওয়ে পরিচালনার নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সাথে বৈঠকে স্থলবন্দরে ট্যারিফ শিডিউল বৃদ্ধির সুপারিশ করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থল বন্দর কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম, অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে।