খালাস পাওয়া আসামির বিরুদ্ধে আপিল করবে পুলিশ

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনার মামলার রায়ে খালাস পাওয়া এক আসামির বিষয়ে পুলিশ আপিল করবে। এছাড়া এ রায়ে পুলিশ সন্তুষ্ট বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

বুধবার দুপুরে কাবাডি ফেডারেশনের এস এ গেমসের জন্য পুরুষ ও নারী দলের নাম ঘোষণার অনুষ্ঠানে আইজিপি এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি।

তিন বছর আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় বুধবার ঘোষণা করেছে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া আসামির নাম মিজানুর রহমান ওরফে বড় মিজান। তার খালাস পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে আইজিপি বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। কিন্তু যে আসামি খালাস পেয়েছেন, তার বিষয়ে আপিল করবে পুলিশ।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে ভয়ঙ্কর জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই হামলা মামলার বিচার কাজ শুরু হয়।।

আজকের বাজার / ফজলুর রহমান