সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই জেলে যাবেন বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ (এইচএম) এরশাদ। মঙ্গলবার বিকেল ৪টায় লালমনিরহাট জেলার পূর্বসাপটানায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির কঠোর সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘বেগম জিয়া জেলে যাবেন। কারো সন্দেহ আছে মনে? ওনাকে জেলে যেতে হবে। আমাকে ছয় বছর জেলে আটকে রাখা হয়েছিল। আমার স্ত্রীকেও জেলে নিয়েছিলেন। মাটিতে শোয়ায় রাখা হয়েছিল ১০ দিন।’
তিনি বলেন, ‘আমার পাঁচ বছরের বাচ্চা, তাকেও জেলে নিয়েছিলেন। দুই-আড়াই বছর জেলে ছিল। লেখাপড়া করতে পারেনি। মনে দুঃখ তো আছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘এতোদিন পরে বুঝতে পারছেন- আল্লাহপাকও আছেন, তার বিচারও আছে। সুবিচার আমাদের উপর হবে। ওনার (খালেদা) বেশি দিন নাই। ওনাকে জেলে যেতে হবে।’
তিনি বলেন, ‘(খালেদা) জেলে গেলে বিএনপির অবস্থা কী হবে সেটা আপনারা বলেন। হয় বিএনপির একটা অংশ বলবে- খালেদা জিয়া জেলে কেন আমরা নির্বাচন করব না। হয়তো কিছু অংশ বলবে ঠিক আছে নির্বাচন না করলে বিএনপি থাকবে না। হয়তো একটা অংশ নির্বাচন করতে পারে।’
‘তখন হয়তো সুযোগ একটা আসবে। বিএনপির কিছু নেতা আমাদের দলে আসতে পারে। কারণ আমাদের দর্শন, বিএনপির দর্শন তো একই’ যোগ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
এসময় তিনি বলেন, ‘একটি ছোটখাটো বিরোধী দল সংসদে গেছে। জাতীয় পার্টি জন্য ক্ষতিকর হয়েছে নাকি ভালো হয়েছে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ, কোনো জিনিস ভালো হয় নাই। তবুও সব বাধা ভুলে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আমার ছোট ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থী। আর কোনো সন্দেহ নাই। সব বাধা উপেক্ষা করে এবং বিভেদ ভুলে গিয়ে তাকে বিজয়ী করবেন। আমার সম্মান রক্ষা করবেন।’
জিএম কাদেরের বাসার সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভায় জিএম কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় যোগদানের আগে এরশাদ রংপুর থেকে সড়ক পথে লালমনিরহাট সার্কিট হাউজে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় তাকে লালমনিরহাট জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
আজকের বাজার: সালি / ২৩ জানুয়ারি ২০১৮