সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার পরিবারের ৫ সদস্য। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন বলে কারা সূত্র জানিয়েছে।
এই ৫ জন হলেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাতিজি শাহিনা জামান, ভাজিতা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম ও ভাগ্নে মো. মামুন।
এমন সময় পরিবারের ৫ সদস্য খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে গেছেন, যখন তার শারীরিক অবস্থার বড় ধরনের অবনতি হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন-সংগ্রামের সঙ্গে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে বিচারিক আদালতের রায় বাতিল এবং খালেদা জিয়ার জামিন চেয়ে আপিল করা হয়েছে।
এস/