খালেদাকে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: কাদের

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার মন্ত্রীর মায়ের চেহলামে অংশ নিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজন অনুযায়ী খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসকরা পরামর্শ দিলে জেলকোড অনুযায়ী প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, বেগম জিয়াকে দণ্ড দিয়েছেন আদালত, তিনি দণ্ডিত ব্যক্তি।এবং তার মুক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিবে, এতে সরকারের কিছুই করার নেই।

ওবায়দুল কাদেরের মায়ের চেহলামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, মোরশেদ আলম এমিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কুলখানিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ, ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা (৯২) ২৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এস/