বিদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবৈধ সম্পদ থাকার প্রমাণ আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সিলেটে তিনি সাংবাদিকদের বলেন, “সৌদি আরবে খালেদা জিয়ার অবৈধ সম্পদ থাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে।”
খালেদা জিয়ার অবৈধ সম্পদ থাকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করার পর আলোচনার মধ্যে খালেদা জিয়া আইনি নোটিস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর। এদিকে আওয়ামী লীগ আইনি নোটিসের জবাব আইনগতভাবে দেওয়া হবে এবং এ নোটিস প্রত্যাহার না করলে পাল্টা আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছে।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উকিল নোটিশ উকিলরাই দেখবেন, আইনগতভাবে তার জবাব দেওয়া হবে। সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মুহিত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. গোলাম শাহী আলম, সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে মোমেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
আজকের বাজার: সালি / ২৩ ডিসেম্বর ২০১৭