খালেদার উপদেষ্টা তৈমুর গ্রেপ্তার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এজন্য আজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আজকের বাজার:এলকে/ ২৩ জানুয়ারি ২০১৮